
জেলা প্রশাসক কাজী আবু তাহের ও জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: এমারত হোসেন মিয়ার নির্দেশক্রমে শরীয়তপুর জেলার এসএসসি, দাখিল ও ভোকেশনাল প্রতিষ্ঠানের মোট ফলাফল প্রকাশ করেন। সে তথ্যানুযায়ী, শরীয়তপুরে এসএসসি পরীক্ষায় স্কুলসমূহের পাসের হার ৭৫.২০% এবং জিপিএ-৫ পেয়েছে ২৫৯ জন।
এ বছর জেলায় ১২১টি মাধ্যমিক স্কুলের মোট ১৩৫৫১ জন ছাত্র-ছাত্রী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ নিয়েছিল। এদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ১০১৯১ জন এবং অনুত্তীর্ণ হয়েছে ৩৩৬০ জন। মাদ্রাসাসমূহের পাসের হার ৮১.৬৪% এবং জিপিএ-৫ পেয়েছে ৩৪ জন। ৫৮টি মাদ্রাসায় মোট ২০৪৮ জন ছাত্র-ছাত্রী দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। উত্তীর্ণ হয়েছে ১৬৭২ জন এবং অনুত্তীর্ণ হয়েছে ৩৭৬ জন। ভোকেশনাল প্রতিষ্ঠানসমূহে পাসের হার ৮৬.৭১% এবং জিপিএ-৫ পেয়েছে ৩৯ জন। ১২টি ভোকেশনাল প্রতিষ্ঠানসমূহে মোট ৮২০ জন এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। উত্তীর্ণ হয়েছে ৭১১ জন এবং অনুত্তীর্ণ হয়েছে ১০৯ জন।
এ সময় জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: এমারত হোসেন মিয়া বলেন, আমরা এবার করোনা ভাইরাসের কারনে এসএসসি-২০২০ সালের পরীক্ষার্থীদের রেজাল্ট যেভাবে যার যার প্রতিষ্ঠানসমূহে দেয়ার কথা তা দিতে পারিনি। অনলাইনের মাধ্যমেই রেজাল্ট জেনে নিতে বলেছি। প্রত্যেকটি প্রতিষ্ঠানে জেলা প্রশাসন থেকে এ নির্দেশনা দেয়া ছিল। রেজাল্ট পেয়ে পরীক্ষার্থীরা খুশি। যারা উত্তীর্ণ হয়েছে তাদের ভবিষ্যত উজ্জলের জন্য দোয়া করেন তিনি। সবশেষে করোনা মহামারী থেকে যাতে পরিস্থিতির উন্নতি হয় এবং শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীরা আবার ফিরে আসুক সেজন্যও উত্তোত্তর দোয়া করেন এ অফিসার।