Sunday 11th May 2025
Sunday 11th May 2025

পদ্মা সেতু নির্মাণাধীন প্রকল্পের নিকট বিদেশি বিয়ারসহ ২জন আটক

পদ্মা সেতু নির্মাণাধীন প্রকল্পের নিকট বিদেশি বিয়ারসহ ২জন আটক
পদ্মা সেতু নির্মাণাধীন প্রকল্পের নিকট বিদেশি বিয়ারসহ ২জন আটক

শরীয়তপুরের জাজিরা উপজেলার মাঝিরকান্দি নিকটস্থ নির্মাণাধীন পদ্মা সেতু প্রকল্পের সিনোহাইড্রো সংলগ্ন ২৮ ই বেংগল ১নম্বর আরপি পোষ্টের গেইটের সামনে অভিযান চালিয়ে ২২ ক্যান বিদেশি বিয়ারসহ দুইজনকে আটক করেছে জাজিরা থানা পুলিশ। ৩ জুলাই বুধবার রাতে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- নারায়নগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার শিমুলিয়া গ্রামের ইমান আলীর ছেলে মো. এমদাদুল হক (২৬) ও নরসিংদী জেলার পলাশ উপজেলার পাঁচদোনা গ্রামের সুবোধ রায়ের ছেলে সজিব রায় (২৬)।

জাজিরা থানা পুলিশের এসআই মোহাম্মদ হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমিসহ পুলিশের একটি দল নিয়ে নির্মাণাধীন পদ্মা সেতু প্রকল্পের সিনোহাইড্রো সংলগ্ন ২৮ ই বেংগল ১নম্বর আরপি পোষ্টের গেইটের সামনে ৯টার দিকে অভিযান চালাই। এ সময় এমদাদুল হক ও সজিব রায়কে আটক করা হয়। পরে তাদের কাজ থেকে ২২ ক্যান বিদেশি বিয়ার উদ্ধার করি। আটকদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। যার মামলা নং-০২ (০৬)