
কোভিড-১৯ প্রতিরোধে সদর উপজেলার পালং পালং বাজার, প্রধান সড়ক, চৌরঙ্গী মোড়, কোর্ট মোড়, মনোহর বাজার, আংগারিয়া বাজার ও সংলগ্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনাকালীন সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি অমান্য করা, মাস্ক পরিধান না করে বাইরে ঘোরাফেরা করাসহ সরকারি আদেশ অমান্য করার দায়ে ২৩ জনকে মোট ৯,৮০০(নয় হাজার আটশত) অর্থদণ্ড আরোপ করা হয়।
সোমবার ৮ জুন বিকাল সাড়ে ৪টা হতে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত মোবাইল কোর্ট পরিচালনা করে স্বাস্থ্যবিধি অমান্য করা, মাস্ক পরিধান না করে বাইরে ঘোরাফেরা করাসহ সরকারি আদেশ অমান্য করার দায়ে এ জরিমানা করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো: মাহাবুর রহমান শেখ।
এ সময় সদর উপজেলা নির্বাহী অফিসার মো: মাহাবুর রহমান শেখ সবাইকে করোনার বিভিন্ন বিষয়ে সতর্ক করেন এবং স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ দেন। তিনি আরও বলেন, প্রত্যেকদিন এ অভিযান অব্যহত রাখা হবে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
২৮ | ২৯ | ৩০ | ৩১ |