
বিএফইউজের মহাসচিব ও সাংবাদিক নেতা় শাবান মাহমুদ ভাইসহ ভাবি করোনা আক্রান্ত। তারা ডাক্তারের তত্ত্বাবধানে বাসায় আইসোলেশন আছেন। আপনারা সকলে তাদের জন্য দোয়া করবেন। মহান রাব্বুল আলামিন যেন তাদেরকে হেফাজত করেন।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম সভাপতি শহীদুল ইসলাম পাইলট ও সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর সাংবাদিক নেতা শাবান মাহমুদ দম্পতির জন্য দোয়া কামনা করছে।
এদিকে দীর্ঘদিন করোনাক্রান্ত ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি আবু জাফর সূর্য দম্পতি। তারা সুস্থ্য হয়েছেন বলে তার ফেসবুক আইডি থেকে জানিয়েছেন। করোনাকালীন সময়ে যারা তার জন্য দোয়া করেছেন তাদের প্রতি তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন।