
শরীয়তপুর সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন পরিদর্শন করা হয়েছে। মঙ্গলবার ২৩ জুন দুপুরে জেলা শহরের পালং স্কুল সংলগ্ন সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন পরিদর্শন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন পরিদর্শন করেন শরীয়তপুর জেলা প্রশাসক কাজী আবু তাহের।
পরিদর্শন শেষে সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন মিলনায়তনে মুক্তিযোদ্ধাদের সাথে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ভবন নির্মাণে ২ কোটি ৩৪ লাখ টাকা ব্যয় হয়েছে। কাজ বাস্তবায়ন করে ঠিকাদার কামরুজ্জামান স্বপন খান।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার আল মামুন সিকদার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহাবুর রহমান শেখ, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মো. শাহজাহান ফরাজী, উপজেলা প্রকৌশলী অতিরিক্ত দায়িত্ব রণজিৎ সহ মুক্তিযোদ্ধা ইউনিটের কমান্ডার নেতৃবৃন্দ প্রমুখ।