Sunday 11th May 2025
Sunday 11th May 2025

নড়িয়ায় আশ্রয়ন প্রকল্পের ঘর পেল ৮০টি পরিবার

নড়িয়ায় আশ্রয়ন প্রকল্পের ঘর পেল ৮০টি পরিবার
নড়িয়ায় আশ্রয়ন প্রকল্পের ঘর পেল ৮০টি পরিবার

মুজিববর্ষ উপলক্ষে সারাদেশের মতো শরীয়তপুরের নড়িয়া উপজেলায় প্রথম পর্যায়ে ভূমি ও গৃহহীন ৮০ টি পরিবারের মধ্যে ঘর হস্তান্তর করা হয়েছে। শনিবার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে একযোগে হস্তান্তর কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

পরে নড়িয়া উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আনুষ্ঠানিক ভাবে গৃহহীন পরিবারগুলোকে ঘরের চাবি হস্তান্তর করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এ কে এম ইসমাইল হক, সহকারি কমিশনার (ভুমি) মো. মোরশেদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আহাদী হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জহিরুল ইসলাম জাকির ও মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা মোস্তফা প্রমুখ।

প্রসঙ্গত ‘মুজিববর্ষ’ উপলক্ষে ‘আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার’ স্লোগানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ প্রকল্প-২-এর আওতায় এসব ঘর নির্মাণ করা হয়েছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় থেকে জানা গেছে, মুজিব শতবর্ষে ভূমিহীন-গৃহহীন পরিবারসহ মোট ১২৪ টি ঘর বরাদ্দ এসেছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের অর্থায়নে প্রতিটি ঘর নির্মাণে ব্যয় এক লাখ ৭১ হাজার টাকা। তবে প্রথম পর্যায়ে ৮০ টি পরিবারকে ঘর বুঝিয়ে দেওয়া হলো।