
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারন সম্পাদক আলহাজ্ব মো. মাইনুল হোসেন খান নিখিলের আহবানে শরীয়তপুর পৌরসভা যুবলীগের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচী পালন করা হয়েছে। মঙ্গলবার সকালে সদর উপজেলার সামনে এ কর্মসূচী পালন করা হয়।
শরীয়তপুর পৌরসভা যুবলীগের সভাপতি জাহাঙ্গীর বেপারীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক খোকন বেপারীর পরিচালনায় কর্মসূচীতে প্রধান অতিথি ছিলেন, শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ও আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ইকবাল হোসেন অপু। এতে অংশগ্রহন করেন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান আকন্দ উজ্জ্বল, সদর উপজেলার সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন, জেলা যুবলীগের সভাপতি এমএম জাহাঙ্গীর, সাধারন সম্পাদক নুহুন মাদবর, পৌরসভা যুবলীগের সহ-সভাপতি আব্দুল জলিল, আলমগীর হোসেন রিপন, মিজানুর রহমান, রোমান আকন্দ, যুগ্ম সাধারন সম্পাদক মেহেদী হাসান অনু, সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম ইকবাল, প্রচার সম্পাদক অন্তুু ঘটক চৌধুরী প্রমূখ।