Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

জাজিরায় ২টি চোরাই অটোরিক্সাসহ ২ চোর আটক

জাজিরায় ২টি চোরাই অটোরিক্সাসহ ২ চোর আটক
জাজিরায় ২টি চোরাই অটোরিক্সাসহ ২ চোর আটক

শরীয়তপুরের জাজিরায় ব্যাটারি চালিত অটোরিক্সা চুরির সিন্ডিকেটের দুইজনকে আটক করেছে জাজিরা থানা পুলিশ। মঙ্গলবার রাতে জাজিরা থানার পুলিশ-পরিদর্শক (এসআই) অপু বড়ুয়া ও (এসআই) মোঃ আলমগীর বিলাশপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে শুকুর চৌকিদার ও কাইয়ুম শিকদার নামে এই দুই চোরকে আটক করে।

আটককৃতরা হচ্ছে চেরাগ আলী বেপারী কান্দি গ্রামের মৃত আবুল চৌকিদারের ছেলে শুকুর চৌকিদার(৪০), বড় মূলনা তালুকদার কান্দি গ্রামের মৃত আবুল হাশেম শিকদারের ছেলে কাইয়ুম শিকদার(৪০)।

জাজিরা থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান জানান, জাজিরা থানার পুলিশ-পরিদর্শক (এসআই) অপ বড়ুয়া ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ব্যাটারি চালিত অটোরিক্সা চোর চক্রের দুই জন আসামিকে তিনটি চোরাই ব্যাটারি চালিত অটোরিক্সা সহ গ্রেপ্তার করেন।

পরে পুলিশ-পরিদর্শক (এসআই) অপ বড়ুয়ার লিখিত আবেদনের ভিত্তিতে জাজিরা থানা মামলা নম্বর ২৭ তারিখ ৩০/০৬/২০২১ধারা ৪১৩ পেনাল কোড রুজু করে পুলিশ-পরিদর্শক (এসআই) মোঃ আলমগীর হোসেনকে তদন্তভার অর্পণ করা হয়েছে।