
শরীয়তপুর জেলায় করোনা রোগীর সংখ্যা একদিন পর আবারো বৃদ্ধি পেয়ে রেকর্ড অতিক্রম করেছে। ৬ জুলাই (মঙ্গলবার) শরীয়তপুর জেলার মোট ১৭০টি নমুনা পরীক্ষায় ৫৯ জনের করোনা ভাইরাস চিহিৃত হয়েছে বলে জানিয়েছে সিভিল সার্জন ডাঃ এসএম আব্দুল্লাহ আল মুরাদ।
জেলার করোনা নিয়ন্ত্রনে জনসচেতনতা বৃদ্ধি ও সামাজিক দুরত্ব নিশ্চিত করার লক্ষ্যে জেলা ও উপজেলা প্রশাসনা, পুলিশ বিভাগ, সেনাবাহিনী ও বিজিবি একযোগে কাজ করছে। আজ শরীয়তপুর জেলা সদরসহ অপর ৫ উপজেলা সদরে পৃথক ভাবে ভ্রাম্যমান আদালতের পাশাপাশি অভিযান পরিচালনা করেছে প্রশাসন।
জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান দৈনিক রুদ্রবার্তাকে জানান, আমাদের জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেটগণ সহ পুলিশ সুপার এস.এম. আশরাফুজ্জামান এর নেতৃত্বে পুলিশ বিভাগ ও সেনাবাহিনীর ৯৯ কম্পোজিট ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কামরুল হাসান এর নেতৃত্বে সেনাবাহিনীসহ বিজিবি, র্যাব ও আনসার বাহিনী করোনা নিন্ত্রয়নে সর্বাত্মক কাজ করে চলছে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |