
“মুজিববর্ষে শপথ করি, দুর্যোগের জীবন-সম্পদ রক্ষা করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শরীয়তপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগের উদ্যোগে বৃহস্পতিবার ০৪ নভেম্বর হতে শুরু হলো ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২১।
শরীয়তপুর সদর উপজেলায় অবস্থিত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স দপ্তর চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কার্যক্রমের উদ্বোধন করেন শরীয়তপুর জেলা প্রশাসক মো: পারভেজ হাসান।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার এস. এম. আশরাফুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো: সাইফুর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে শরীয়তপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সেলিম মিয়া-এর সভাপতিত্বে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ওয়ার হাউজ ইন্সপেক্টর মো: আমজাদসহ স্টেশনের সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক মো: পারভেজ হাসান ফায়ার সার্ভিসের বিভিন্ন গাড়ি ও অগ্নিনির্বাপণ যন্ত্র পরিদর্শন করেন।
উল্লেখ্য যে, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর সদস্যরা বর্ণিত ফায়ার সার্ভিস সপ্তাহ উপলক্ষে আগামী ০৪ নভেম্বর ২০২১ তারিখ পর্যন্ত শরীয়তপুর সদর উপজেলার বিভিন্ন স্থানে বিভিন্ন সময়ে মহড়া প্রদর্শন করবেন বলে জানা যায়
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |