Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

নির্বাচনে সাংবাদিকদের দায়িত্বপালনে সহযোগিতায় বিএমএসএফ’র আহবান

নির্বাচনে সাংবাদিকদের দায়িত্বপালনে সহযোগিতায় বিএমএসএফ’র আহবান
নির্বাচনে সাংবাদিকদের দায়িত্বপালনে সহযোগিতায় বিএমএসএফ’র আহবান

সারাদেশে ১১ নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাংবাদিকদের তথ্য, ভিডিওচিত্র ধারণে সহযোগিতার আহবান জানিয়েছে বিএমএসএফ। নির্বাচনকে কেন্দ্র করে পেশাগত দায়িত্বপালনকালে কোথাও সাংবাদিক নির্যাতনের ঘটনা না ঘটে সেদিকে নির্বাচন কমিশন এবং প্রশাসনকে নজর রাখতে আহবান জানিয়েছেন।

বিএমএসএফের কেন্দ্রীয় সভাপতি শহীদুল ইসলাম পাইলট ও সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর এ আহবান জানান।

বুধবার বিকেলে বিএমএসএফ’র পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তথ্যমতে দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের নির্বাচন পর্যবেক্ষন কার্ড প্রদানে নানা ধরণের ভোগান্তি পোহাতে হচ্ছে। বৃহস্পতিবারে অনুষ্ঠিত নির্বাচনে সাংবাদিকদের তথ্য প্রদানে সহযোগিতাসহ পেশাগত দায়িত্বপালনকালে সুরক্ষা ও নিরাপত্তা প্রদানের আহবান জানানো হয়।