
আগামীকাল ১১ নভেম্বর বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শরীয়তপুর সদর উপজেলার ৯টি ইউনিয়নে ৮০টি ভোট কেন্দ্রের মাধ্যমে ভোট গ্রহণ শুরু হয়ে বিকাল ৪টায় শেষ হবে। নির্বাচন সুষ্টু ও নিরপেক্ষ করতে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন অফিস। ১০ নভেম্বর দুপুর থেকে ৫ জন পুলিশ সদস্য, ১৭ জন আনসার সদস্যসহ প্রিজাইটিং ও পোলিং অফিসারবৃন্দ নিজ নিজ ভোট কেন্দ্রের উদ্দেশ্যে রওয়ানা হয়েছে। ব্যালট পেপার ও ব্যালট বাক্স নিয়ে তারা ভোট কেন্দ্রে অবস্থান করবেন।
অপর দিকে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে জেলা নির্বাচন অফিস ও দায়িত্ব প্রাপ্ত রিটার্নিং অফিসারগণ প্রস্তুতি গ্রহন করেছেন। নির্বাচনে বিজিবি, র্যাব ও পুলিশ বাহিনীর স্ট্রাইকিং ফোর্স মাঠে থাকবে। জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ প্রতিটি ইউনিয়নে অবস্থান করবেন।
জেলা আনসার ও ভিডিপি কমান্ডেন্ট মো. মামুন হাওলাদার বলেন, প্রতিটি ভোট কেন্দ্রের জন্য আমরা ১৭ জন আনসার সদস্য সম্বলিত একটি টিম প্রেরণ করেছি। এই টিমে একজন করে অস্ত্রধারী পিসি ও এপিসি রয়েছে। অপর ১৫ জনের মধ্যে ৮ জন পুরুষ ও ৭ জন মহিরা সদস্য রয়েছে। তারাই নির্বাচনী কেন্দ্রে শৃঙ্খলা নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করবেন।
সদর উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার সোহরাব হোসেন বলেন, প্রার্থীদের অভিযোগমতে অনেক ঝুঁকি পূর্ণ কেন্দ্র রয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্র চিহ্নিত করা হয়েছে। সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হবে। একটি সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়াই আমাদের লক্ষ।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |