Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

ভেদরগঞ্জে কৃষকদের মাঝে প্রদর্শনীর বিভিন্ন উপকরণ বিতরণ

ভেদরগঞ্জে কৃষকদের মাঝে প্রদর্শনীর বিভিন্ন উপকরণ বিতরণ
ভেদরগঞ্জে কৃষকদের মাঝে প্রদর্শনীর বিভিন্ন উপকরন করছেন কৃষি অফিসার ফাতেমা ইসলাম । ছবি- দৈনিক রুদ্রবার্তা

ভেদরগঞ্জ উপজেলায় ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ- ও এনএটিপি-২ ১ম সংশোধিত প্রকল্পের আওতায় প্রদর্শনীর বিভিন্ন উপকরন বিতরণ করা হয়েছে।

রবিবার ১৪ নভেম্বর ভেদরগঞ্জ উপজেলা পরিষদের শহীদ আক্কাস-শহীদ মহিউদ্দিন সভা কক্ষ থেকে প্রদর্শনী’র কৃষকদের মাঝে প্রদর্শনীর বিভিন্ন উপকরণ বিতরণ করেন উপজেলা কৃষি কর্মকর্তা ফাতেমা ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মামুনুর রশিদ, কায়সার আহমেদ রানা সহ অন্যান্য উপসহকারী কৃষি কর্মকর্তাগণ।
বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল এনএটিপির ফলন পার্থক্য কমানো প্রযুক্তি প্রর্দশনীর বীজ, সার, সরিষা ও ভুট্টা প্রর্দশনীর বীজ, সার, বীজ শোধক, বালাই নাশক, নিরাপদ সবজি উৎপাদন প্রকল্পের আওতায় নিরাপদ সবজি উৎপাদনের লক্ষে ১০০টি ফ্যারামনফাঁদ ও লিউর বিতরন করা হয়। এ ছাড়া টমেটো প্রর্দশনীর বীজ, সার ও ফ্যারামনফাঁদ। বীজ সংগ্রহের জন্য ড্রাম ও রাজস্ব ক্ষাতের বোরর বীজ ধান বিতরণ করা হয়েছে।