
জাজিরা উপজেলা কৃষি অফিসের উদ্যোগে আলু বীজ ও সার বিতরণ করা হয়েছে। সোমবার ১৫ নভেম্বর উপজেলা কৃষি অফিসের সামনে কন্দার ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষকদের মাঝে গোলআলু (বারিগোলআলু-৯০) ও মিষ্টিআলু (ওকিনাওয়া) বীজ ও সার বিতরণ করা হয়। বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন জাজিরা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ জামাল হোসেন। এসময় উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার বীথি রানী সাহা, উপসহকারী কৃষি অফিসার মোঃ সাইফুল হক, মোঃ খায়রুজ্জামান ও কৃষকগণ উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি অফিসার মোঃ জামাল হোসেন দৈনিক রুদ্রবার্তাকে বলেন, আমাদের কৃষিতে চাল, গমের পরে আলুর স্থান। আলুর পুষ্টি মানব দেহের জন্য উপকারী। সেই সাথে আলু ও আলুজাত পন্যের চাহিদা বিশ্বব্যাপি। তাই আজ কৃষকদের হাতে তুলে দিলাম দুইটি নতুন জাত। কন্দাল ফসল উন্নয়ন কৃষির উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নতুন জাত সম্প্রসারণের বিকল্প নেই। সেই প্রচেষ্টার অংশ হিসেবে আজ উপজেলা কৃষি অফিস থেকে বিনামূল্যে গোলআলু (বারিগোলআলু-৯০) ও মিষ্টিআলু (ওকিনাওয়া) বীজ ও সার বিতরণ করলাম।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |