
শরীয়তপুরে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ এর লক্ষে মঙ্গলবার ১৬ নভেম্বর শরীয়তপুর পুলিশ লাইন্স মাঠে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ কার্যক্রমের ৩য় দিনের ইভেন্ট ১৬০০ মিটার দৌড়, ড্রাগিং ও রোপ ক্লাইমিং, অনুষ্ঠিত হয়েছে।
এসময় সাতটি ইভেন্টস উত্তীর্ণ কারীদের উদ্দেশ্যে পুলিশ সুপার এস.এম. আশরাফুজ্জামান বলেন, শরীয়তপুর জেলায় নিয়োগ সংক্রান্তে কোনরকম আর্থিক লেনদেনে কেউ জড়িত হলে প্রার্থী ও দালাল সকলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। একমাত্র শারীরিক ও লিখিত পরীক্ষার যোগ্যতাই হবে নিয়োগের মাপকাঠি।
উক্ত ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ বোর্ড এর সভাপতিত্ব করেন পুলিশ সুপার এস. এম. আশরাফুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার আফরিদা, অতিরিক্ত পুলিশ সুপার দেবাশীষসহ নিয়োগ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |