
ডিজিটাল বাংলাদেশের পথ ধরে স্বপ্নের সোনার বাংলায় অবগাহনের মাধ্যমে উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে অসহায় ও পিছিয়ে পড়া মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার অংশ হিসেবে শরীয়তপুর জেলা প্রশাসনের উদ্যোগে আধুনিক প্রযুক্তির সহায়তায় দুর্গম চর অঞ্চলের মানুষের দুঃখ-দুর্দশা লাঘবের উদ্দেশ্যে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বুধবার ১৭ নভেম্বর জাজিরা উপজেলার কুন্ডেরচরবাসীর সাথে জেলাপ্রশাসকের অনলাইন গণশুনানি’ অনুষ্ঠিত হয়েছে।
অনলাইন গণশুনানিতে জেলাপ্রশাসক মোঃ পারভেজ হাসান সেবা প্রত্যাশীদের বিভিন্ন অভিযোগ শোনেন, কয়েকটি অভিযোগের তাৎক্ষণিক সমাধান দেন এবং কয়েকটি অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। অনলাইন গণশুনানিতে জাজিরা প্রান্তে সংযুক্ত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার, জাজিরা; কুন্ডেরচর ইউনিয়নের জনপ্রতিনিধিগণ এবং সেবাপ্রত্যাশীগণ।
উল্লেখ্য মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনার আলোকে প্রতি বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলাপ্রশাসকের কার্যালয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়।
#
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |