
শরীয়তপুরের ২০২১ সালের এইচ এস সি পরীক্ষার্থীদের নিরাপদে পরীক্ষা দেয়ার ব্যবস্থা করতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড, স¦াস্থ্য বিভাগ ও শরীয়তপুর জেলা পরিষদের সহযোগিতায় কোভিড-১৯ এর টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। এ কর্মসূচির আওতায় আগামী ৩০ নভেম্বরের মধ্যে জেলার ৮ হাজার ৪৫ জন পরীক্ষার্থীকে টিকা প্রদান করা হবে। প্রথম দিনে আট শতাধিক পরীক্ষার্থীকে টিকা প্রদান করা হচ্ছে।
শনিবার ২০ নভেম্বর সকাল ১০টায় শরীয়তপুর জেলা পরিষদের সেমিনার কক্ষে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ঢাকা অঞ্চলের পরিচালক প্রফেসর মো: মনোয়ার হোসেন, শরীয়তপুর জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো: শামীম হোসাইন, জেলা শিক্ষা অফিসার মো: এমারত হোসেন, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. সৈয়দা শাহিনুর নাজিয়া উপস্থিত থেকে এ টিকাদান কার্যক্রম শুরু করেন।
কোভিড-১৯ সংক্রমণ রোধে ও আসন্ন এইচ এস সি পরীক্ষার্থীদেরকে নিরাপদ রাখতে সরকারের টিকাদান কর্মসূচির আওতায় জেলার ৮ হাজার ৪৫ জন শিক্ষার্থীকে টিকা প্রদান শেষ হবে আগামী ৩০ নভেম্বরের মধ্যে। শুরুর দিনে ডামুড্যা উপজেলার সরকারি আব্দুর রাজ্জাক কলেজের ৫৭৭ জন পরীক্ষার্থী ও গোসাইরহাটের সরকারি সামসুর রহমান কলেজের ২৬৮ জন পরীক্ষার্থী টিকা গ্রহণ করেছেন। আনন্দঘন পরিবেশে টিকা গ্রহণ করার পর পরীর্ক্ষীরা বেশ নিরাপদ বোধ করছেন।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |