
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার চরসেনসাস ইউনিয়নের পচ্চিম বালাকান্দি শাহাজালাল মাঝীর বাড়ির পাশে কাচা রাস্তা থেকে (৯ নভেম্বর)মঙ্গলবার রাত আনুমানিক ১১ টার দিকে তাদের কে আটক করা হয়। এসয় তাদের কাছে দুটি দেশিও অস্ত্র পাওয়া যায়।
আটকৃতরা হলেন, ময়মনসিং জেলার ভালুকা থানার নজরুল দেওয়ানের পূত্র সাহাবির ওরফে সাব্বির দেওয়ান (২৪) ও চাঁদপুর জেলা সদর থানার পুরান বাজার এলাকার মাইনুদ্দিন খানের পূত্র হিমেল ওরফে সোহাগ খান (২৫)।
এবিষয়ে সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আসাদুজ্জামান আসাদ হাওলাদার গণমাধ্যমকে জানান, গতকাল রাতে দুই জনকে দেশিও অশ্র-সহ৷ সখিপুর থানা পুলিশ আটক করে, এবং তাদের বিরুদ্ধে অশ্র আইনে সখিপুর থানায় একটি মামলা হয়েছে, অস্ত্র আইনে সখিপুর থানা একটি মামাল হয়েছে। মামলা নং- ০৭, তাদেরকে আদালতে প্রেরন করা হয়েছে।