
ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে দেশের স্থলভাগে মুষলধারে বৃষ্টির সাথে বইছে ঝড়ো বাতাস। ঝড়ো বাতাসে একটি গাছ উপরে গিয়ে জুলেখা বেগম নামে এক বৃদ্ধার উপর পরায় ওই বৃদ্ধা ঘটনাস্থলেই মারা গেছেন।
শুক্রবার (১৭ নভেম্বর) বিকেলে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার নাগেরপাড়া ইউনিয়নের বালিকুড়ি গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত জুলেখা বেগম (৬৫) একই এলকার মৃত সাত্তার আলী বেপারীর স্ত্রী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বালিকুরি গ্রামের স্কুলের পাশেই ওই বৃদ্ধার বসবাস। স্কুলের ভবন নির্মাণের কাজ চলমান থাকায় স্কুলের পাশের রেইনট্রি গাছের শিকড়ের এক পাশের মাটি খোঁড়া হয়েছিল। গাছের শিকড়ের মাটি ছিল বেলেমাটি। গাছটি অনেক পুরোনো হলেও অন্যান্য রেইনট্রি গাছের মত ওই গাছটির শিকড় মাটির গভীরে যায়নি। দুইদিন ধরে বৃষ্টি হওয়ায় গাছের শিকড়ের মাটি নরম হয়ে যায়। বিকেলে ঘূর্ণিঝড় মিধিলার প্রভাবে হঠাৎ করেই ঝড়ো বাতাস বইতে শুরু করে। ওই ঝড়ো বাতাসে গাছটির শিকড় উপরে পরে যায়। গাছটির নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যায় জুলেখা বেগম।
নাগেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক বলেন, ঘটনাস্থলে আমি গিয়েছিলাম। বৃদ্ধা জুলেখা বেগমের বাড়ির পাশের স্কুলের একটি গাছ বাতাসে পরে গিয়েছিল। ওই গাছের নিচে পরে বৃদ্ধার মৃত্যু হয়েছে। শেষ বয়সে একজন মানুষের এভাবে মৃত্যু স্বজনদের কষ্ট দিচ্ছে। দূর্যোগের সময় মানুষের সতর্ক থাকা উচিত। কেননা প্রাণের চেয়ে মূল্যবান কিছুই নেই।
গোসাইরহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুষ্পেন দেবনাথ বলেন, বিকেলে ঘূর্ণিঝড়ের বাতাসে একটি গাছ পড়ে গিয়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। জুলেখা নামের ওই বৃদ্ধার মরদেহ ময়নাতদন্তের পর তার পরিবারকে বুঝিয়ে দেওয়া হবে। এঘটনায় অপমৃত্যু মামলা হবে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |