Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

অবরোধে বিজিবির ১৫৯ প্লাটুন মোতায়েন

অবরোধে বিজিবির ১৫৯ প্লাটুন মোতায়েন
অবরোধে বিজিবির ১৫৯ প্লাটুন মোতায়েন

বিএনপি ও এর সমমনা দলগুলোর ৮ম দফায় ডাকা অবরোধে মানুষের জানমাল রক্ষায় সারাদেশে ১৫৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

বুধবার সকালে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, অবরোধের ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তাই অবরোধের দিন সারাদেশে ১৫৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

এরমধ্যে ঢাকা ও আশপাশের জেলায় ২১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এসব বিজিবির সদস্যরা অবরোধের দিন গুরুত্বপূর্ণ স্থাপনা, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, বাজার, বাস ও রেলস্টেশন, যানবাহন চলাচল ব্যবস্থাসহ বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবেন।

তিনি আরও বলেন, অবরোধের দিন বিজিবির সদস্যরা জনসাধারণকে অবরোধে অংশগ্রহণ না করতে অনুরোধ করবেন। পাশাপাশি অবরোধের ফলে জনসাধারণের যেকোনো ক্ষয়ক্ষতি হলে তা প্রতিরোধে তারা সর্বাত্মক চেষ্টা করবেন।