
ঢাকা, ২৫ ডিসেম্বর ২০২৩: যুবদলের নির্দেশে গাজীপুরের শ্রীপুরে রেললাইন কাটার ঘটনায় দুই নেতা গ্রেফতার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।
গ্রেফতারকৃতরা হলেন, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি ইখতিয়ার রহমান কবির (৪৩) এবং লালবাগ থানার ২৪ নম্বর ওয়ার্ড মহানগর ছাত্রদলের সভাপতি মো. ইমন হোসেন (১৯)।
সিটিটিসির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আসাদুজ্জামান জানান, গত ১৩ ডিসেম্বর রাতে গাজীপুরের শ্রীপুরে রেললাইন কাটার ঘটনার মূল পরিকল্পনাকারী ও বাস্তবায়নকারী ছিলেন ইখতিয়ার রহমান কবির। তিনি যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর নির্দেশে এই ঘটনা ঘটান।
তিনি বলেন, কবিরের নির্দেশে ইমন হোসেনসহ আরও কয়েকজন রেললাইন কাটার কাজে অংশ নেন। তারা ঘটনাস্থলে গ্যাস সিলিন্ডার ফেলে রেখে চলে যান।
আসাদুজ্জামান বলেন, জিজ্ঞাসাবাদে কবির স্বীকার করেছেন যে, গত ২৮ অক্টোবর থেকে যাত্রাবাড়ি, ডেমরা, নিউ মার্কেট, পুরান ঢাকাসহ বিভিন্ন এলাকায় ১০টিরও বেশি বাসে আগুন দিয়েছে। এই রেললাইন কাটার নির্দেশদাতা, পরিকল্পনাকারী ও বাস্তাবয়নের সঙ্গে জড়িত। এছাড়াও নাশকতার বেশ কয়েকটি ঘটনায় তার নাম এসেছে।
তিনি বলেন, বিএনপির শীর্ষ পর্যায়ের কোনো নেতার নির্দেশনা ছিল কি না জানতে চাইলে কবির বলেছেন, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু তাকে ডেকে জানায়, ওপর থেকে রেলে নাশকতার নির্দেশ আছে। এই নির্দেশনা বাস্তবায়নে কবিরকে দায়িত্ব দেওয়া হয়।
সিটিটিসি প্রধান বলেন, সব কটি ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কবিরকে আদালতে পাঠিয়ে রিমান্ডে আনা হবে।
এই ঘটনায় আরও কয়েকজনকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান তিনি।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |