
দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়নের মালবাজার মাঠে শুক্রবার (৫ জুলাই) বর্ধিত সভায় অংশগ্রহণ করে বক্তব্য রাখেন পানিসম্পদ উপমন্ত্রী ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম ।
উপমন্ত্রী শামীম তার বক্তব্যে বলেন, দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়নে বয়স্কভাতা ছিল ৬১৬জন, এখন পাবেন ১ হাজার ৩০০ জন। বিধবা ভাতা ২৩৯ জন, এখন পাবে ৪৭৮ জন এবং প্রতিবন্ধীভাতা পেত ১২৪জন, এখন পাবেন ২৪৮জন । তাছাড়া প্রতিটি জেলেকে সরকার ভাতা দিবে। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকলে সবকিছু বেশি বেশি পাওয়া য়ায়।
এ সময় ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. সাব্বির আহমেদ, সখিপুর থানা আওয়ামী লীগের সভাপতি ও ভেদরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ন কবীর মোল্যা, জেলা পরিষদ সদস্য কাইয়ূম পাইক, উত্তর তারাবুনিয়া ইউপি সাবেক চেয়ারম্যান মো. ইউনুস আলী মোল্যা, বর্তমান চেয়ারম্যান ইউনুছ সরকার, দক্ষিণ তারাবুনিয়া ইউপি সাবেক চেয়ারম্যান শাহজালাল মালসহ সকল ইউপি চেয়ারম্যান, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।