Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

শরীয়তপুরে জাকেরপার্টি মহিলা ফ্রন্টের প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন

শরীয়তপুরে জাকেরপার্টি মহিলা ফ্রন্টের প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন

শরীয়তপুর জেলা জাকেরপার্টি মহিলা ফ্রন্টের ২৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন করা হয়েছে। জেলা জাকেরপার্টি মহিলা ফ্রন্ট ৬ জুলাই শনিবার দুপুরে মনোহর বাজার মোড় এলাকার এ অনুষ্ঠানের আয়োজন করেন। এ সময় কেক কেটে ২৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
জেলা জাকেরপার্টি মহিলা ফ্রন্টের সভানেত্রী আছমা গিয়াসের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সহ-সভানেত্রী নুরজাহান বেগম, সদর উপজেলা সভানেত্রী রহিমা আক্তার, নড়িয়া থানা সভানেত্রী কাঞ্চন মালা, জাজিরা থানা সভানেত্রী হাসিনা বেগম, গোসাইরহাট থানা সভানেত্রী রওশন আরা বেগম রশু, জেলা ছাত্রী ফ্রন্টের সভানেত্রী লিপি ইসলাম, সহ-সভানেত্রী কোহিনুর বেগম, আংগারিয়া ইউনিয়ন সভানেত্রী শাহিদা বেগম, তুলাসার ইউনিয়ন সভানেত্রী রোকেয়া বেগম প্রমূখ। পরে আরোচনা সভা ও মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।