
ড্রেজারের মাধ্যমে শরীয়তপুরে ফসলি জমির মাটি ইটের ভাটায় নেয়া হচ্ছে। মাটি গুলো ব্যবহার করা হবে ইট তৈরির কাজে। শরীয়তপুর সদর উপজেলার বালার বাজারে প্রশাসকের নাম ভাঙ্গিয়ে চলছে এসব ড্রেজার।
শনিবার (১৩ জুলাই) বেলা ১১ টায় সরেজমিনে গিয়ে দেখা যায়, শরীয়তপুর রুদ্রকার ইউনিয়নের বালারবাজার মহাসড়কের পাশে থাকা এম.কে.এম ব্রিকস্ এর মালিক মোস্তফা বেপারী চারপাশে ফসলী জমির ভেতর অবৈধ ড্রেজার চালিয়ে বালু উত্তোলন করছে।
পাট ফসলের সমতল জমিতে ড্রেজার বসিয়ে পুকুর বানিয়ে ভাটায় মাটি নেয়া হচ্ছে। ইট ভাটাটি চাঁদপুর শরীয়তপুর মহাসড়কের পাশে। ড্রেজারও বসিয়েছে মহাসড়কের পাশে। ড্রেজারের পাশে বসতবাড়ি সহ ফসলি জমি, জমিতে বড় বড় সোনালী পাট রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ব্যাক্তির এমন অভিযোগ, প্রভাবশালী ইটভাটার মালিক মোস্তফা বেপারীর ভয়ে আশে পাশের জমির মালিকগণ কেউ প্রতিবাদ করেন না। এভাবে ড্রেজার চললে আশে পাশের ফসলী জমি ভেঙ্গে পড়বে। সেই সাথে পাশে থাকা নবনির্মিত বাড়িটি ক্ষতিগ্রস্থ হবে।
ড্রেজার মালিক মোস্তফা বেপারীর কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, আমি ড্রেজার চালানোর অনুমতি চেয়ে জেলা প্রশাসকের কাছে দরখাস্ত করেছি। রবিবারের ভেতর অনুমতি পেয়ে যাবো। আমার নিজেস্ব জায়গায় মাটি কাটছি। ভাটা সমতল করার কাজে মাটি ব্যবহার করছি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো.মাহবুর শেখ জানান, জেলা প্রশাসকের কাছে দরখাস্ত দেয়ার কথা মিথ্যা। আমি বিষয়টি দেখছি।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |