
শরীয়তপুরে জেলা পুলিশের চলতি বছরে জুন মাসের অপরাধ সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ জুলাই মঙ্গলবার শরীয়তপুর পুলিশ সুপারের কার্যালয়ে এ অপরাধ সভা অনুষ্ঠিত হয়। শরীয়তপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার আব্দুল মোমেন, পিপিএম এর সভাপতিত্বে সভায় উপস্থিত পুলিশ কর্মকর্তাদের দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোহাম্মদ আল মামুন শিকদার, অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) কামরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (গোসাইরহাট সার্কেল) মোহাইমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) তানভীর হায়দার এবং বিভিন্ন থানার অফিসার ইনচার্জবৃন্দ, ইন্সপেক্টরবৃন্দ ও পুলিশের অন্যান্য অফিসারবৃন্দ। শরীয়তপুর জেলা পুলিশের চলতি বছরের জুন মাসের মাসিক অপরাধ পরিসংখ্যান অনুযায়ী সর্বমোট রুজুকৃত মামলা-১৪১ টি, সর্বমোট গ্রেফতারকৃত আসামীর সংখ্যা-৩৮৫ জন, সর্বমোট যানবাহনের মামলার সংখ্যা-৪২৩ টি, সর্বমোট যানবাহনের জরিমানা আদায়-১ লক্ষ ৫১ হাজার ১০০ টাকা এবং সর্বমোট-১২০৯ পিস ইয়াবা ট্যাবলেট, ৫০৫ গ্রাম গাজা, ২ ক্যান বিয়ার ও ১০ দশমিক ৭৫ লিটার চোরাই মদ উদ্ধার করা হয়েছে।