Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

শরীয়তপুর জেলা পুলিশের মাসিক অপরাধ সভা

শরীয়তপুর জেলা পুলিশের মাসিক অপরাধ সভা

শরীয়তপুরে জেলা পুলিশের চলতি বছরে জুন মাসের অপরাধ সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ জুলাই মঙ্গলবার শরীয়তপুর পুলিশ সুপারের কার্যালয়ে এ অপরাধ সভা অনুষ্ঠিত হয়। শরীয়তপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার আব্দুল মোমেন, পিপিএম এর সভাপতিত্বে সভায় উপস্থিত পুলিশ কর্মকর্তাদের দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোহাম্মদ আল মামুন শিকদার, অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) কামরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (গোসাইরহাট সার্কেল) মোহাইমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) তানভীর হায়দার এবং বিভিন্ন থানার অফিসার ইনচার্জবৃন্দ, ইন্সপেক্টরবৃন্দ ও পুলিশের অন্যান্য অফিসারবৃন্দ। শরীয়তপুর জেলা পুলিশের চলতি বছরের জুন মাসের মাসিক অপরাধ পরিসংখ্যান অনুযায়ী সর্বমোট রুজুকৃত মামলা-১৪১ টি, সর্বমোট গ্রেফতারকৃত আসামীর সংখ্যা-৩৮৫ জন, সর্বমোট যানবাহনের মামলার সংখ্যা-৪২৩ টি, সর্বমোট যানবাহনের জরিমানা আদায়-১ লক্ষ ৫১ হাজার ১০০ টাকা এবং সর্বমোট-১২০৯ পিস ইয়াবা ট্যাবলেট, ৫০৫ গ্রাম গাজা, ২ ক্যান বিয়ার ও ১০ দশমিক ৭৫ লিটার চোরাই মদ উদ্ধার করা হয়েছে।