
শরীয়তপুরে আবু বকর মুন্সী (৩২) নামে এক মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। শুক্রবার (১৯ জুলাই) দুপুর ১২টার সময় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহাবুর রহমান শেখ এ দন্ডাদেশ প্রদান করেন। আবু বকর মুন্সী সদর উপজেলার আমতলী গ্রামের লাল শরীফ মুন্সীর ছেলে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহাবুর রহমান শেখ বলেন, সকালে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা জজকোর্ট এলাকা থেকে আবু বকর মুন্সীকে দুই পুরিয়া গাজা সহ আটক করে। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে ৬ মাসের কারাদন্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা অনাদায়ে তাকে আরও ১৫ দিনের সাজা দেয়া হয়। এছাড়া সে যার কাছ থেকে গাজা কিনেছে তাকেও ধরার জন্য চেষ্টা করছে পুলিশ।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |