
শরীয়তপুরে জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৯ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৮ জুলাই বৃহস্পতিবার সকালে শরীয়তপুর মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৯ উপলক্ষে ‘মাছ চাষে গড়বো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ শ্লোগানে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে শরীয়তপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় শরীয়তপুর জেলা মৎস অফিসার (ভারপ্রাপ্ত) পলাশ হালদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মামুন-উল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুরের সুযোগ্য সিভিল সার্জন ডাঃ খলিলুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) তানভীর হায়দার, সহকারী কমিশনার (ভূমি) জিনিয়া জিন্নাত ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অনল কুমার দে।
এ সময় আরো উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, মৎস্য চাষীবৃন্দ, মৎসজীবীবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও জনসাধারন।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |