Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

শরীয়তপুর চিকন্দি ইসলামিয়া আলিম মাদরাসা শতভাগ পাশ

শরীয়তপুর চিকন্দি ইসলামিয়া আলিম মাদরাসা শতভাগ পাশ

আলিম (এইচএসসি) পরীক্ষায় শরীয়তপুর জেলায় শতভাগ পাশ করেছে চিকন্দি ইসলামিয়া আলিম মাদরাসা। শুধু তাই নয় এটি সদর উপজেলার ‘এ প্লাস’ পাওয়া একমাত্র মাদরাসা। এ বছর আলিম পরীক্ষায় ১৫ জন শিক্ষার্থী এই মাদরাসা থেকে পরীক্ষা দিয়ে পাশ করেছে। এর মধ্যে দক্ষিণ শৌলা গ্রামের আয়শা আক্তার মিম নামের এক ছাত্রী ‘এ প্লাস’ পেয়েছে।
এই আলিম মাদরাসাটি স্থাপিত ১৯৭৭ সাল হতে সুনামের সাথে দ্বিন শিক্ষায় এলাকায় বিশেষ ভুমিকা পালন করে যাচ্ছে।
২০০১-২০০২ অর্থবছর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে নির্মাণ হয়েছে। এখন এই মাদরাসার শিক্ষার্থী সংখ্যা মোট ৪৯৭ জন। এর মধ্যে ছাত্র রয়েছে ১৪৫ জন ও ছাত্রী রয়েছে ৩৫২ জন।
মাদারাস অধ্যক্ষ মো. বশির উদ্দিন বলেন, আমি যোগদান করেছি ২০১৭ সালের ১৬ নভেম্বরে। আমি আমার সাধ্যমতো শিক্ষকদের নিয়ে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছি। গত বছরও এই মাদরাসাটি ভালো রেজাল্ট করেছে। ৪৯৭ জন শিক্ষার্থীদের জন্য মাত্র ২ টি টয়লেট রয়েছে। টয়লেট দু’টির খারাপ অবস্থা। ছাত্রীদের কমনরুম নেই। এক টয়লেটে শিক্ষার্থী ও শিক্ষকদের যেতে হয়। তাছাড়াও বসার চেয়ার ও বেঞ্চ এর সমস্যা রয়েছে। তবে টয়লেট আর কমনরুম জরুরী ভিত্তিতে লাগে।