
শরীতপুরে “লোকাল গভর্ন্যন্স সাপোর্ট প্রজেক্ট-৩ (এলজিএসপি-৩) এর আওতায় প্রকল্প কর্মকান্ড বাস্তবায়ন পদ্ধতির উপর আলোচনা” শীর্ষক জেলা পর্যায়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ জুলাই) সকাল ১০টায় কর্মশালা উদ্বোধন করেন জেলা প্রশাসক কাজী আবু তাহের।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্লাহ আল মামুন তালুকদার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহাবুর রহমান শেখ ও গোসাইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলমগীর হোসেন উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ কর্মশালায় জেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সচিবরা অংশগ্রহণ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক কাজী আবু তাহের বলেন, বিশে^র অনেক উন্নত দেশ রয়েছে যেখানে স্থানীয় সরকারের মাধ্যমে দেশের সকল উন্নয়ন কর্মকান্ড পরিচালিত হয়। সেখানকার কেন্দ্রীয় সরকার শুধুমাত্র স্বরাষ্ট্র, পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করে। আর বাকি সব কাজ স্থানীয় সরকারের মাধ্যমে করা হয়। আমি স্বপ্ন দেখি ভবিষ্যতে আমাদের দেশেও স্থানীয় সরকারের মাধ্যমে দেশের সকল উন্নয়ন কর্মকান্ড পরিচালিত হবে। স্থানীয় সরকারে নির্বাহী প্রকৌশলীসহ বিভিন্ন কর্মকর্তা নিয়োগ করা হবে। কিন্তু সেজন্য সবার আগে স্থানীয় সরকারকে সকল উন্নয়ন কর্মকান্ড পরিচালনা করার যোগ্যতা ও দক্ষতা অর্জন করতে হবে। স্থানীয় সরকারে যে সকল চেয়ারম্যান, মেম্বার ও সচিবরা রয়েছেন তাদের কর্মদক্ষতা দিয়ে প্রমাণ করতে হবে তারা সরকার চালাতে পারবে। তারা যদি তাদের কর্মদক্ষতা প্রমাণ করতে পারে তাহলে তাদের হাতে সকল উন্নয়ন কর্মকান্ড পরিচালনার দায়িত্ব দেওয়া যেতে পারে।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ সকল সুচকে উন্নয়নের দিতে এগিয়ে যাচ্ছে। দেশের এই অগ্রযাত্রায় স্থানীয় সরকারের ভূমিকা রয়েছে। দেশেকে আরও এগিয়ে নিতে আমাদের সকলের সততা ও নিষ্ঠার ইউপি যার যার দায়িত্ব পালন করে যেতে হবে। তাহলেই আমরা স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তুলতে পারবো।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |