
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৫তম প্রতিষ্ঠা বার্ষিকী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় এর ৪৯তম জন্মদিন উপলক্ষ্যে শরীয়তপুরে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকাল ৪টায় জেলা স্বেচ্ছাবেক লীগের উদ্যোগে শরীয়তপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করে র্যালিটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নেতাকর্মী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে গিয়ে আলোচনো সভায় অংশগ্রহন করেন।
কেক কেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় এর জন্মদিন ও স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদ্বোধন করেন কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা ইকবাল হোসেন অপু এমপি।
শরীয়তপুর জেলা আওয়ামী স্বেচ্ছাবেক লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আব্দুস সালাম ভিপির সভাপতিত্বে ও জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম সরকারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে ইকবাল হোসেন অপু এমপি বলেন, ‘সারা বাংলাদেশে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কোন বদনাম নেই। তারা চাঁদাবাজি, টেন্ডারবাজি, মাদক ও সন্ত্রাসী কার্যকলাপে জড়িত নাই। কেবল ভালো ছেলেরাই স্বেচ্ছাসেবক লীগ করে। শরীয়তপুর থেকে মাদক ও সন্ত্রাস স্বেচ্ছাবেকলীগই নির্মূল করবে। জননেত্রী শেখ হাসিনার স্বপ্ন সোনার বাংলা এই স্বেচ্ছাসেবক লীগই প্রতিষ্ঠা করবে এবং স্বেচ্ছাসেবক লীগ জননেত্রী শেখ হাসিনার ভ্যানগার্ড হিসেবে কাজ করবে।’
আলোচনা সভা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান ছাবেদুর রহমান খোকা সিকদার, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র আব্দুর রব মুন্সী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, জেলা আওয়ামী লীগের সদস্য শরীয়তপুর জজ কোর্টের জিপি এ্যাড. আলমগীর হোসেন মুন্সী, শরীয়তপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম কোতোয়াল। এছাড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি এ্যাড. তাজুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এনামুল বেপারী, শরীয়তপুর পৌরসভার প্যানেল মেয়র-১ বাচ্চু বেপারী, সাংগঠনিক সম্পাদক রাশেদ সরদার প্রমূখ।
এ সময় জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |