
বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০১৯ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ জুলাই) বিকাল ৩টায় পালং তুলাসার গুরুদাস সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ছেলেদের ফাইনাল খেলায় বাইশরশি সরকারী প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে কাগদী সরকারী প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। মেয়েদের ফাইনাল খেলায় চিতলীয়া সরকারী বিদ্যালয়কে হারিয়ে পূর্ব সোনামূখী সরকারী প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে বিজয়ী দুই দলের মধ্যে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন শরীয়তপুর-১ (পালং-জাজিরা) আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা ইকবাল হোসেন অপু এমপি।
জেলা প্রশাসক কাজী আবু তাহের এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আল মামুন শিকদার, শরীয়তপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম কোতোয়াল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহাবুর রহমান শেখ ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ।
এ সময় ইকবাল হোসেন অপু এমপি বলেন, আগামীর উন্নত বাংলাদেশ বিনির্মাণে ছেলে-মেয়ে উভয়কে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও এগিয়ে যেতে হবে। খেলাধুলা ছাড়া ছেলে-মেয়েদের শারীরিক ও মানুষিক উন্নতি সম্ভব নয়। তাই আমাদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও গুরুত্ব দিতে হবে।
উপজেলা প্রশাসক ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে গত ১৬ জুলাই থেকে সদর উপজেলার ১২৩ টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র এবং ছাত্রীদের নিয়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যারয় ফুটবল টুর্নামেন্ট ২০১৯ শুরু হয়। ইউনিয়ন পর্যায়ে খেলে দুই গ্রুপে ৮টি দল সেমিফাইনালে উঠে আসে। এদের মধ্যে ৪টি দল ফাইনাল খেলায় অংশ গ্রহণ করে।