Sunday 11th May 2025
Sunday 11th May 2025

শরীয়তপুরে ১৬৫ বোতল ফেনসিডিল সহ যুবক আটক

শরীয়তপুরে ১৬৫ বোতল ফেনসিডিল সহ যুবক আটক

শরীয়তপুরে ১৬৫ বোতল ফেনসিডিল সহ আজহার শরীফ (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) শাখা পুলিশের সদস্যরা। বুধবার (৩১ জুলাই) বিকাল ৫টার সময় শরীয়তপুর জেলা শহরের পুরাতন বাসস্ট্যান্ড শরীয়তপুর-ঢাকা সড়ক থেকে ফেনসিডিল সহ তাকে আটক করা হয়। আজহার শরীফ সদর উপজেলার কোটাপাড়া গ্রামের মৃত ওয়াজউদ্দিন শরীফের ছেলে।

জেলা গোয়েন্দা (ডিবি) শাখা পুলিশ পরিদর্শক মো. কবিরুল ইসলাম জানান, সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে রাজশাহী থেকে প্লাষ্টিকের ফলের দুটি ঝুড়ির মধ্যে গুড় দিয়ে ঢেকে অভিনব কায়দায় ১৬৫ বোতল ফেনসিডিল শরীয়তপুরে চালান করা হয়। আজ (৩১ জুলাই) বিকেলে শরীয়তপুর সুন্দরবন কুরিয়ার সার্ভিস থেকে ফেনসিডিলের ওই ঝুড়ি অটো রিক্সায় করে নিয়ে যাওয়ার সময় গোপন গোপন তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালিয়ে ১৬৫ বোতল ফেনসিডিল সহ মাদক ব্যবসায়ী আজহার শরীফকে আটক করে। তার বিরুদ্ধে পালং মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মিয়মিত মামলার প্রস্তুতি চলছে।