
৩৯তম (বিশেষ) বিসিএস পরীক্ষায় বাংলাদেশ সিভিল সার্ভিসের স্বাস্থ্য ক্যাডারদের সংবর্ধণা দিল শরীয়তপুরের সুযোগ্য পুলিশ সুপার আব্দুল মোমেন। রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে শরীয়তপুর পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সংবর্ধনা দেয়া হয়।
জানা যায়, ৩৯তম বিসিএস পরীক্ষায় শরীয়তপুরে ২৫ জন বাংলাদেশ সিভিল সার্ভিসের স্বাস্থ্য ক্যাডারে সুপারিশ প্রাপ্ত হন।
সংবর্ধনার আগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় নব চিকিৎসকদের উদ্দেশ্যে পুলিশ সুপার আব্দুল মোমেন বলেন, যারা রোগ নিয়ে চিকিৎসকের কাছে যান তারা অসহায়। আপনারা যারা ডাক্তার হচ্ছেন তারা রোগিদের সাথে বন্ধুসুলভ আচরন করে চিকিৎসা দেবেন বলে আসা রাখি।
আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে সকল রোগির পাশাপাশি গরীব অসহায় রোগীর জন্য সময় দেবেন। একটু মানবিক মুল্যবোধ দেখাবেন। সভা শেষে স্বাস্থ্য ক্যাডারদের ব্যক্তিগত ও পারিবারিক জীবনের সফলতা কামনা করেন পুলিশ সুপার। পরে তাদের ফুল ও উপহার দিয়ে বরণ করে নেন।
এ সময় শরীয়তপুর সিভিল সার্জন ডা. খলিলুর রহমান, ডিআইওয়ান আজহারুল ইসলামসহ ৩৯তম (বিশেষ) বিসিএস পরীক্ষায় বাংলাদেশ সিভিল সার্ভিসের স্বাস্থ্য ক্যাডার শরীয়তপুরের ১৩ জন উপস্থিত ছিলেন।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |