মঙ্গলবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৩ ইং, ১১ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১১ই রবিউল-আউয়াল, ১৪৪৫ হিজরী
মঙ্গলবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৩ ইং

শরীয়তপুরে পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে বিশেষ প্রস্তুতি নিয়ে আলোচনা সভা

শরীয়তপুরে পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে বিশেষ প্রস্তুতি নিয়ে আলোচনা সভা

শরীয়তপুরে পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে বিশেষ প্রস্তুতি নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শরীয়তপুর জেলা প্রশাসক কাজী আবু তাহের-এর সভাপতিত্বে জেলা প্রশাসনের আয়োজনে ৪-ই আগষ্ট সোমবার বেলা ১২টায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মামুনুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আল মামুন সিকদার, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাবু অনল কুমার দে, শরীয়তপুর সদর পৌরসভা মেয়র মোঃ রফিকুল ইসলাম কোতোয়াল, শরীয়তপুর সদর পৌরসভা সাবেক মেয়র আলহাজ্ব নুর মোহাম্মদ কোতোয়াল, শরীয়তপুর জেলার বিজ্ঞ জিপি এডভোকেট আলমগীর হোসেন, শরীয়তপুর জেলার বিজ্ঞ পিপি এডভোকেট মির্জা হযরত আলী, শরীয়তপুর সদর উপজেলা সদর নির্বাহী অফিসার মোঃ মাহাবুর রহমান শেখ, নড়িয়া উপজেলা নির্বাহী অফিসার জয়ন্তী রূপা রায়, শরীয়তপুর জেলা ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক মোহাম্মদ ইদ্রিছ, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ কামাল হোসেন, শরীয়তপুর সদর উপজেলার ভাইস চেয়ারম্যান ফারক আহমেদ তালুকদারসহ বিভিন্ন মসজিদ-মাদ্রাসা প্রতিষ্ঠানের ওলামায়েকেরামগণ, যুব উন্নয়ন কর্মকর্তা, জেলা মহিলা উন্নয়ন কর্মকর্তা, আওয়ামীলীগ, যুবলীগ, মহিলা আওয়ামীলীগ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সাংবাদিকসহ জেলা প্রশাসক কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী প্রমূখ।
আগামী ১২-ই আগষ্ট পবিত্র ঈদ-উল-আযহার প্রস্তুতি বিষয়ে আলোচনা হয়। পবিত্র ঈদ-উল-আযহা কিভাবে সুন্দর হতে পারে এবং পবিত্র ঈদ-উল-আযহার নামাজ শরীয়তপুর কেন্দ্রীয় ঈদগা ময়দানে কখন কখন অনুষ্ঠিত হবে সে বিষয়ে আলোচনা হয়। শরীয়তপুর পৌরসভার আয়োজনে পবিত্র ঈদ-উল-আযহার নামাজে মুসল্লীরা সুন্দরভাবে যাতে নিরাপত্তার মাধ্যমে আসতে পারে সে বিষয়ে আলোচনা হয়।


error: Content is protected !!