Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

শরীয়তপুরে ব্যাংক কর্মকর্তাদের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা

শরীয়তপুরে ব্যাংক কর্মকর্তাদের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা

আসন্ন ঈদ-উল-আযহাকে সামনে রেখে ঈদের ছুটিতে ব্যাংকের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ব্যাংক কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেছেন শরীয়তপুরের পুলিশ সুপার আব্দুল মোমেন। মঙ্গলবার (৬ আগষ্ট) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার আল মামুন শিকদার, ডিআইও ওয়ান মো. আজহারুল ইসলাম, এক্সিম ব্যাংক নড়িয়া শাখার ম্যানেজার মুহাম্মদ নুরুল আমিন, মিচুয়াল ট্রাষ্ট ব্যাংক নড়িয়া শাখার ম্যানেজার মো. আবু রায়হান, ট্রাষ্ট ব্যাংক ভেদরগঞ্জ শাখার ম্যানেজার ইসরাফিল খান, শরীয়তপুর কর্মস্থান ব্যাংকের ব্যবস্থাপক নিত্যানন্দ বসু, প্রাইম ব্যাংক ডামুড্যা শাখার ম্যানেজার আব্দুর রউফ, পূবালী ব্যাংক শরীয়তপুর শাখার ব্যবস্থাপক আনোয়ার হোসেন, মার্কেন্টাইল ব্যাংক ভোজেশ^র শাখার ব্যাবস্থাপক মঞ্জুর আহমেদ, আইএফআইসি ব্যাংক শরীয়তপুর শাখার ব্যবস্থাপক সুকান্ত কুমার পাল, স্ট্যান্ডাার্ড ব্যাংক ভোজেশ^র শাখার আনোয়ার হোসেন, ইউসিবিএল কাজিরহাট শাখার ম্যানেজার মারুফ হোসেন, আল আরাফাহ ইসলামি ব্যাংক কাজির হাট শাখার ওয়ালিউল্লাহ, ইসলামি ব্যাংক শরীয়তপুর শাখার ম্যানেজার মাহমুদ হাসান, সোনালী ব্যাংক শরীয়তপুর শাখার ম্যানেজার কামরুল হাসান প্রমূখ উপস্থিত ছিলেন।

সভায় আসন্ন ঈদ উল আযহার ছুটির সময়ে ব্যাংকের অধিকতর নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে ব্যাংকের শাখার প্রবেশ পথ, ভেতরে এবং শাখার বাইরের চারদিকে সিসি ক্যামেরা স্থাপন নিশ্চিতসহ সারাক্ষণ তদারকির ব্যবস্থা, সিসি টিভিগুলো যেন সার্বক্ষনিক সচল থাকে তা নিশ্চিত করা, ধারণাকৃত সকল সিসি টিভির ভিডিও ফুটেজ সংরক্ষণ করা, ব্যাংকের ভল্টের চারপাশের নিরাপত্তা জোরদার করা, ইউনিয়ন পর্যায়ে ব্যাংকগুলোর শাখার নিরাপত্তা অধিকতর জোরদার করা, এটিএম বুথের নিরাপত্তা জোরদার করা, ব্যাংকে জাল টাকা সনাক্তকরণ যন্ত্র সচল রাখা, ঈদে ছুটিকালীন প্রত্যেক ব্যাংকের দায়িত্বশীল ব্যক্তিসহ নিজস্ব ব্যবস্থাপনায় সার্বক্ষনিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
পুলিশ সুপার আব্দুল মোমেন বলেন, ঈদের ছুটিকালীন সময় ব্যাংকগুলো নিরাপত্তা ঝুকিতে থাকে। সবাই যখন ঈদের আনন্দ নিয়ে ছুটি কাটাতে ব্যস্ত থাকে তখন অপরাধীরা এই সুযোগ নিতে পারে। শরীয়তপুরে কোন ব্যাংকে যাতে অপরাধিরা সেই সুযোগ নিতে না পারে সে ব্যাপারে ব্যাংকগুলোর নিরাপত্তার স্বার্থে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। তা না হলে বড় ধরণের অঘটন ঘটে যেতে পারে।