
মহান স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০১৯ উপলক্ষে শরীয়তপুরে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জেলা শিশু এমাডেমীর উদ্যোগে ও জেলা প্রশাসনের সহযোগিতায় বুধবার (১৪ আগষ্ট) সকাল ১০ টায় শরীয়তপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে দুপুর ১ টায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। শরীয়তপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শরীয়তপুরের সুযোগ্য জেলা প্রশাসক কাজী আবু তাহের। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সামিনা ইয়াছমিন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা (চলতি দায়িত্ব) সরল বড়–য়া ও শরীয়তপুর সরকারী গোলাম হায়দার খান মহিলা কলেজের অধ্যাপক দেলোয়ার হোসেন।
আলোচনা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি সুযোগ্য জেলা প্রশাসক কাজী আবু তাহের। পুরস্কার বিতরণ শেষে জাতির পিতার রূহের মাগফেরাত কামনায় মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ মাহফিল পরিচালনা করেন শরীয়তপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা খন্দকার শহীদুল্লাহ। মোনাজাত শেষে সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |