Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

শরীয়তপুরে এসডিএফ’র জাতীয় শোক দিবস পালিত

শরীয়তপুরে এসডিএফ’র জাতীয় শোক দিবস পালিত

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অধীনস্থ স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৪ তম শাহদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে জেলা কার্যালয়ে জাতীয় পতাকা অর্থ-নমিত রাখা হয় এবং কালো ব্যাচ ধারন করা হয়। তারপর সকাল ৯ টায় শরীয়তপুর জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত কেন্দ্রীয় শহীদ মিনারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করেন জেলা ব্যবস্থাপক ও তার সহকর্মীবৃন্দ। পরে জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত শোক র‌্যালিতে অংশগ্রহন করা হয়। অতঃপর এসডিএফ এর জেলা কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বঙ্গবন্ধুর জীবনীর উপর ও বাংলাদেশ সৃষ্টিতে তার অবদান নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা ব্যবস্থাপক মোঃ আবুল হোসাইন।
আলোচনা সভার পর দোয়া মাহ্ফিল পরিচালনা করেন হাফেজ চরপালং জান্নাতুন নাজাত জামে মসজিদের ইমাম মাও: মুফতি আব্দুল্লাহ আল-মামুন। দোয়া মাহফিলে বঙ্গবন্ধুসহ তার পরিবারের সবার জান্নাত কামনা ও শহীদি মর্যাদা কবুল করার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামীনের নিকট প্রার্থনা করা হয়।