
শরীয়তপুর জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৮ আগষ্ট) সকাল ১০টায় শরীয়তপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক কাজী আবু তাহেরের সভাপতিত্বে পুুলিশ সুপার আব্দুল মোমেন, অতিরিক্ত জেলা প্রশাসক বেগম আবেদা আফসারী, সিভিল সার্জন ডা. খলিলুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহাবুর রহমান শেখ, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুল্লাহ, নূর মোহাম্মদ কোতোয়াল, বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ জেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা সভায় উপস্থিত ছিলেন।