
বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য ও শরীয়তপুর-১ (পালং-জাজিরা) আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কার করছেন।
রবিবার (১৮ আগষ্ট) বিকাল ৪টায় শরীয়তপুর পৌরসভার আটং সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাংসদ ইকবাল হোসেন অপু বলেন, জাতির পিতার স্বপ্ন ছিলো ক্ষুধা ও দারিদ্র মুক্ত একটি সুখি সমৃদ্ধ সোনার বাংলা প্রতিষ্ঠার। কিন্তু তিনি তার স্বপ্ন বাস্তবায়ন করে যেতে পারেন নি। তারই সুযোগ্য কন্যা জননোন্দিত জননেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে কাজ করে যাচ্ছেন। বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে জননেত্রী শেখ হাসিনার সাথে আমাদেরকেও ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি আরো বলেন, মাদক ব্যবসায়ী সন্ত্রাসী চাঁদাবাজদের আওয়ামী লীগ সমর্থন করে না। কোন সন্ত্রাস চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ী কারো ভাই বা আত্মীয় হতে পারে না। তারা যত বড়ই হোক তাদেরকে আইনের আওতায় আনা হবে।
শরীয়তপুর পৌরসভার ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন হাওলাদারের সভাপতিত্বে শোক সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুর রব মুন্সী, জেলা আওয়ামী লীগের সদস্য আজিজুল পাহাড়, পপুলার লাইফ ইনস্যুরেন্স এর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক বিএম শওকত আলী, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সাবিনা ইয়াসমিন, পৌরসভার প্যানেল মেয়র বাচ্চু বেপারী, পৌর কাউন্সিলর আলমগীর মৃধা, জেলা যুবলীগের প্রচার সম্পাদক মোস্তফা হাওলাদার, জেলা ছাত্রলীগের আহবায়ক মহাসিন মাদবর, যুগ্নআহবায়ক রাশেদুজ্জান, স্বপন খান, সুমন পাহাড় প্রমূখ।
শোক সভা শেষে পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও বিএম ইউসুফ আলীর পিতা মাতার কবর জিয়ারত করেন সাংসদ ইকবাল হোসেন অপু।