
শরীয়তপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। শরীয়তপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক কাজী আবু তাহের-এর সভাপতিত্বে রবিবার ২৫ আগষ্ট সকাল ১০টায় জেলা উন্নয়ন সমন্বয় কমিটির এ মাসিক সভা অনুষ্ঠিত হয়।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্লাহ আল মামুন তালুকদার, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আল মামুন শিকদার, জেলা সিভিল সার্জন ডা. খলিলুর রহমান।
এছাড়া আরও উপস্থিত ছিলেন, শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহাবুর রহমান শেখ, নড়িয়া উপজেলা নির্বাহী জয়ন্তী রূপা রায়, জাজিরা উপজেলা নির্বাহী, গোসাইরহাট উপজেলা নির্বাহী, ডামুড্যা উপজেলা নির্বাহী, জেলা শিক্ষা অফিসার, জেলা সমাজসেবা অফিসার, পৌরসভা ও ইউনিয়ন প্রতিনিধিসহ বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিনিধিবৃন্দ ও জেলা প্রশাসক কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভায় স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান, ডেভেলপমেন্ট, যোগাযোগ ব্যবস্থা ও সমাজ উন্নয়ন বিষয়ে আলোচনা হয় এবং জেলা প্রশাসক কাজী আবু তাহের জেলার সকল কর্মকর্তাদের তাদের অধিদপ্তরের কি কি উন্নয়ন সংগঠিত হয়েছে? তা এক একজনকে জিজ্ঞাসা করেন।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |