
রীয়তপুরস্থ বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতির ঈদ পুনর্মিলনী ও স্যুভেনির-২০১৯ এর এক মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ২৬ জুলাই সন্ধা সাড়ে ৭ টায় চিকন্দী ফুডপার্কে বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতির আয়োজনে শরীয়তপুরস্থ বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতির ঈদ পুনর্মিলনী ও স্যুভেনির-২০১৯-এর এ মোড়ক উন্মোচন অনুষ্ঠান হয়।
শরীয়তপুরস্থ বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতির এ অনুষ্ঠানে সমিতির সভাপতি মোঃ এনামুল হক-এর সভাপতিত্বে সমিতির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এবিএম মোজাম্মেল হোসেনের পরিচালনায় উপস্থিত থেকে আলোচনা করেন, শরীয়তপুর জেলা সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) তানভীর হায়দার শাওন, শরীয়তপুর জেলা যুগ্ম জজ মাহবুব আলম, শরীয়তপুর জেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ কামাল হোসেন, শরীয়তপুর সদর ভূমি কর্মকর্তা (এসিল্যান্ড) জিনিয়া জিন্নাত।
শরীয়তপুর জেলা ইসলামিক ফাউন্ডেশনের সহকারী উপ-পরিচালক আ: রাজ্জাক রনির উপস্থাপনায় আরও উপস্থিত ছিলেন, শরীয়তপুর জেলা তথ্য অফিসার মনিরুল ইসলাম, শরীয়তপুর সদর উপজেলার ইসলামী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মঞ্জুরুল করিম, সমিতির যুগ্ম-সম্পাদক মোস্তফা কামাল, সমিতির অর্থ সম্পাদক ও শরীয়তপুর সদর হাসপাতালের সাবেক ইমাম ও খতিব মাওলানা রুহুল আমিন, জেলখানা মসজিদের ইমাম ও খতিব মাওলানা এমদাদুল হকসহ সমিতির কল্যাণকামী শরীয়তপুরস্থ বরিশালের অত্র সমিতির সদস্যবৃন্দ।
ঈদ পুনর্মিলনী ও স্যুভেনির-২০১৯ এর এ অনুষ্ঠানে শরীয়তপুরস্থ বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতির সকল সদস্যবৃন্দ উপস্থিত হয়ে কুশল বিনিময় ও একে অপরের সাথে পরিচিত হোন এবং কীর্তনখোলা মোড়কটি উন্মোচন করেন ও সবশেষে সমিতির কল্যাণ কামনার্থে দোয়া মোনাজাত করে উপস্থিত সকলে মিলে রাতের ভোজ সম্পন্ন করেন।