
২৭ আগষ্ট মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় শরীয়তপুর সদর পৌরসভার কাগদীর মরহুম পীর সাহেব মাওলানা ইসহাক(র.) সুযোগ্য গদিনীসীন দায়িত্বপ্রাপ্ত পীর মাওলানা নেছার আহমেদ-এর মেহমানদারীতে তার নিজ মাদ্রাসার প্রাঙ্গণে মুড়িমাখা, বিস্কুট ও একটি নতুন খাবার মেহমানদারী করালেন। যার নাম ‘সরমালাই’ হবে হয়তো! এই নামটির নামকরণ করলেন মেঘনা লাইফ ইন্সুরেন্সের মোস্তফা ভাই। এ সময় মেহমানদারীতে উপস্থিত ছিলেন, জেলখানা মসজিদের ইমাম ও খতিব মাওলানা এমদাদুল হক ও শরীয়তপুর জেলার আলোচিত পত্রিকা দৈনিক রুদ্রবার্তার যুগ্মবার্তা সম্পাদক আনিছুর রহমান। পীর বংশের সবচেয়ে বড় গুণ হলো, তারা মানুষের কল্যাণ ও মেহমানদারীতে সবসময় সদা তৎপর। কারন, মানুষের ভালোবাসা পেতে মেহমানদারীর বিকল্প কিছু নেই। মেহমানদারী মানুষের মধ্যে সকল দ্বন্দ্ব ও সংঘাত মিটিয়ে ভ্রাতৃত্বের বন্ধন গড়ে তোলে। হযরত মোহাম্মদ (স.) সহ তাহার প্রিয় সাহাবীদের সবচেয়ে বড় গুণ ছিল এই মেহমানদারী। মেহমানদারী মানুষের মধ্যে ঐক্যের বন্ধন সৃষ্টি করে। যে মেহমানদারী করায় আল্লাহ তার রুজির মধ্যে বরকত দান করে থাকেন। আল্লাহ নিজেই মানুষের রিজিকের মাধ্যমে মেহমানদারী করে থাকেন। আর সেই গুণ যখন মানুষ অর্জন করবে, তাতে তো অবশ্যই আল্লাহ বরকত দান করবেন। কারন, রিজিকের মালিক তো আল্লাহ তায়ালা নিজেই। যা নবীদের মাধ্যমে আমরা পেয়েছি।