
মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণের লক্ষ্যে ‘মা সমাবেশ’ অনুষ্ঠিত হয়। ৪৪নং পালং তুলাসার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে বৃহস্পতিবার (২৯ আগষ্ট) বেলা সাড়ে ১২ টায় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ ইসহাক মিয়ার সভাপতিত্বে এ ‘মা সমাবেশ’ অনুষ্ঠিত হয়।
এ ‘মা সমাবেশে’ উপস্থিত থেকে বক্তব্য রাখেন, শরীয়তপুর সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা নেয়ামত হোসেন, সদর ইউআরসি ইন্সট্রাক্টর মিজানুর রহমান, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা হামিদুল হক, ৪৪নং পালং তুলাসার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এমদাদুল হক, প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক মিজানুর রহমান চৌধুরী ও ‘মা’ প্রতিনিধি রূপসা আক্তার।
৪৪নং পালং তুলাসার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ রফিকুল ইসলামের উপস্থাপনায় আরও উপস্থিত ছিলেন, ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ সংগঠনের শরীয়তপুর জেলা সভাপতি আল মাছুম মোল্লাসহ অবিভাবক মায়েরা।
বক্তারা বলেন, প্রাথমিক শিক্ষার শিশুর প্রথম পাঠশালা হচ্ছে ‘মা’। মা যদি সন্তানের শিক্ষার ব্যাপারে সহযোগিতা করে তাহলে শিশুর সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত হয়। শিক্ষকের কাজ হচ্ছে শিক্ষার পাঠ্য পুস্তকের সমাধান দেওয়া আর মায়ের কাজ হচ্ছে তা তদারকি করা। তারা বলেন, শিক্ষার উন্নয়নে সরকার বিনামূল্যে পুস্তক বিতরণ থেকে শুরু করে প্রাথমিক স্তরের শিক্ষার উন্নয়নে অনেক ব্যয়ভার বহন করছেন।
শিক্ষা কর্মকর্তারা বলেন, প্রাথমিক স্তরের শিক্ষাক্ষেত্রে ছাত্র-ছাত্রীদের অবিভাবক মায়েরা যদি কোন ত্রুটি দেখেন, তাহলে অভিযোগ বক্সে আপনাদের অভিযোগগুলো আমাদের জানাবেন।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |