
আগামী ৮ সেপ্টেম্বর আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে শরীয়তপুরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ সেপ্টম্বর) বিকাল ৪টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক কাজী আবু তাহেরের সভাপতিত্বে সভায় অতিরিক্ত জেলা পুলিশ সুপার তানভীর হায়দার, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ, জেলা যুব উন্নয়ন কর্মকর্তা একেএম হোসিয়ার, এসডিএস’র নির্বাহী পরিচালক মজিবুর রহমান, আংগারিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার কামাল, বিআরডিবি’র ডিডি কল্লোল সরকার, জেলা তথ্য কর্মকর্তা মনিরুল ইসলাম, জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা এএসএম মিরাজ সিদ্দিকী, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সরল বড়ুয়া, নুসার এডি মো. কবিরুল ইসলাম, সার্পের প্রতিনিধি আবুল কাশেম, জাজিরা উপজেলা প্রোগ্রাম অফিসার নাসরিন, পালং তুলাসার মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এমদাদুল হক সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মকর্তা ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক কাজী আবু তাহের উপস্থিত সকলকে স্বাগত জানিয়ে সভার কার্যক্রম শুরু করেন। তিনি আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন সংক্রান্ত বিষয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন এবং দিবসটি যথাযথভাবে উদযাপনের লক্ষ্যে মতামত প্রদানের জন্য উপস্থিত সকলকে অনুরোধ করেন। সভায় বিস্তারিত আলোচনা শেষে উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০১৯ উদযাপনের লক্ষ্যে বিভিন্ন কর্মসুচি বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহিত হয়। কর্মসূচির মধ্যে রয়েছে- প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের মাঝে দুইটি গ্রুপে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে দুটি গ্রুপে রচনা প্রতিযোগি, র্যালী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ।