মঙ্গলবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৩ ইং, ১১ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১১ই রবিউল-আউয়াল, ১৪৪৫ হিজরী
মঙ্গলবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৩ ইং

শরীয়তপুরে বৈদ্যুতিক কর্মপেশায় দক্ষ জনশক্তি সৃষ্টির প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন

শরীয়তপুরে বৈদ্যুতিক কর্মপেশায় দক্ষ জনশক্তি সৃষ্টির প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন

মুজিব বর্ষ (২০২০-২০২১) উপলক্ষে সারাদেশে একযোগে বৈদ্যুতিক কর্মপেশায় দক্ষ জনশক্তি সৃষ্টির প্রশিক্ষণ কর্মসূচী ভিডিও কনফারেন্স-এর মাধ্যমে শুভ উদ্বোধন করা হয়।
ভিডিও কনফারেন্সে বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব ডক্টর আহমদ কায়কাউস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ডক্টর তৌফিক-ই-এলাহী চৌধুরী বীর বিক্রম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এমপি ও প্রধানমন্ত্রী এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ।
বৃহস্পতিবার ৫ সেপ্টেম্বর দুপুর সাড়ে ১২টায় শরীয়তপুর জেলা কার্যালয়ের সম্মেলন কক্ষে সারাদেশের প্রতিটি জেলার ন্যায় শরীয়তপুর জেলায়ও জেলা প্রশাসক কাজী আবু তাহের-এর সভাপতিত্বে বেদ্যুতিক কর্মপেশায় দক্ষ জনশক্তি সৃষ্টির প্রশিক্ষণ কর্মসূচীর শুভ উদ্বোধন করা হয়।
এ প্রশিক্ষণ কর্মসূচির শরীয়তপুর জেলার কোর্স পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন, শরীয়তপুর পল্লী বিদ্যুতায়নের জেনারেল ম্যানেজার সোহরাব আলী বিশ্বাস।
কোর্স কো-অর্ডিনেটর হিসেবে শরীয়তপুর সদর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ডিজিএম মোঃ দেলোয়ার হোসেন।
রেগুলার ইলেকট্রিশিয়ান ট্রেনিং-এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শরীয়তপুর ট্রেনিং সেন্টারের টিটিসি সম জাহাঙ্গীর আক্তার, শরীয়তপুর টিএসসির অধ্যক্ষ প্রকৌশলী সানোয়ার হোসেন ও ডামুড্যা পল্লী বিদ্যুতের পরিচালক মোঃ মোতালেব হোসেনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীগণ।
এ প্রশিক্ষণে অনলাইনের মাধ্যমে রেগুলার ইলেকট্রিশিয়ান ট্রেনিং-এ ৬৫ জন আবেদন করে। প্রথম ব্যাচে ৩০জন প্রশিক্ষণ গ্রহণ করবে। দুই মাসের এ ট্রেনিং-এ সারাদেশে বিদ্যুতায়ন বোর্ডের মাধ্যমে ১২ হাজার জন এ ট্রেনিং পাবে। এছাড়াও রেগুলার ইলেকট্রিশিয়ান ট্রেনিংসহ মোট ৮টি প্রশিক্ষণ মিলে ২০,৭০০ জন প্রশিক্ষণার্থীকে প্রশিক্ষণ দেয়া হবে।
এ বিষয়ে জেলা কাজী আবু তাহের বলেন, বাংলাদেশকে সামনের এগিয়ে নিতে এ প্রশিক্ষণের বিকল্প নেই। আমরা অন্যান্য অধিদপ্তরেও এ ধরনের ট্রেনিং-এর মাধ্যমে প্রশিক্ষণের ব্যবস্থা করবো। সরকারের ২০৪১ সালের ভিশন সম্পূর্ণ করতে ৬০ হাজার মেঘওয়াট পূর্ণ করতে এ প্রশিক্ষণের ব্যবস্থা নিয়েছে সরকার।


error: Content is protected !!