মঙ্গলবার, ৩রা অক্টোবর, ২০২৩ ইং, ১৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ই রবিউল-আউয়াল, ১৪৪৫ হিজরী
মঙ্গলবার, ৩রা অক্টোবর, ২০২৩ ইং

শরীয়তপুরে মানষিক প্রতিবন্ধী জহিরুলকে খুঁজে পাচ্ছেনা তার পরিবার

শরীয়তপুরে মানষিক প্রতিবন্ধী জহিরুলকে খুঁজে পাচ্ছেনা তার পরিবার

শরীয়তপুর সদর উপজেলার দক্ষিণ গোয়ালদী গ্রামের আব্দুল লতিফ সরদারের মানষিক প্রতিবন্ধী ছেলে জহিরুল সরদারকে (৩০) খুঁজে পাচ্ছেনা তার পরিবার। গত ২ সেপ্টেম্বর সকাল ৮টার দিকে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হন জহিরুল। এরপর থেকে তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছেনা। এ ব্যাপারে পালং মডেল থানায় সাধারণ ডাইরী (জিডি) করেছে জহিরের ভাই রাসেল সরদার। জিডি নং ২৯০, তারিখ ৫/৯/১৯ইং।
রাসেল সরদার বলেন, গত ২ সেপ্টম্বর সকাল ৮টার দিকে জহিরুল কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়। পরবর্তীতে সে আর বাড়িতে ফিরে আসেনি। বিভিন্ন জায়গায় খুঁজেও তাকে পাওয়া যায়নি। এ ব্যাপারে পালং মডেল থানায় সাধারণ ডাইরী করেছি। জহিরুলের উচ্চতা আনুমানিক ৫ফুট ৫ইঞ্চি, গায়ের রং- শ্যমলা, মুখমন্ডল গোলাকার, স্বাস্থ্য-স্বাভাবিক, পরনে টি শার্ট ছিল। কেউ সন্ধান পেলে ০১৭১৮৬৫০৪২০ এই নম্বরে যোগাযোগের অনুরোধ করছি।


error: Content is protected !!