
শরীয়তপুর সদর উপজেলার দক্ষিণ গোয়ালদী গ্রামের আব্দুল লতিফ সরদারের মানষিক প্রতিবন্ধী ছেলে জহিরুল সরদারকে (৩০) খুঁজে পাচ্ছেনা তার পরিবার। গত ২ সেপ্টেম্বর সকাল ৮টার দিকে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হন জহিরুল। এরপর থেকে তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছেনা। এ ব্যাপারে পালং মডেল থানায় সাধারণ ডাইরী (জিডি) করেছে জহিরের ভাই রাসেল সরদার। জিডি নং ২৯০, তারিখ ৫/৯/১৯ইং।
রাসেল সরদার বলেন, গত ২ সেপ্টম্বর সকাল ৮টার দিকে জহিরুল কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়। পরবর্তীতে সে আর বাড়িতে ফিরে আসেনি। বিভিন্ন জায়গায় খুঁজেও তাকে পাওয়া যায়নি। এ ব্যাপারে পালং মডেল থানায় সাধারণ ডাইরী করেছি। জহিরুলের উচ্চতা আনুমানিক ৫ফুট ৫ইঞ্চি, গায়ের রং- শ্যমলা, মুখমন্ডল গোলাকার, স্বাস্থ্য-স্বাভাবিক, পরনে টি শার্ট ছিল। কেউ সন্ধান পেলে ০১৭১৮৬৫০৪২০ এই নম্বরে যোগাযোগের অনুরোধ করছি।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
২৮ | ২৯ | ৩০ | ৩১ |