
শরীয়তপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০১৯, বালক (অনুর্ধ্ব -১৭) শুভ উদ্বোধন হয়।
সোমবার ৯ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টায় শরীয়তপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে পালং তুলাসার গুরুদাস উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০১৯, বালক (অনুর্ধ্ব -১৭) এর শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা প্রশাসক কাজী আবু তাহের।
শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহাবুবুর রহমান শেখ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার আব্দুল মোমেন, পিপিএম; জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, জেলা ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার এমারত হোসেন, শরীয়তপুর সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাবিনা ইয়াসমিন, পালং মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আসলাম উদ্দিন ও শরীয়তপুর সদর ক্রীড়া সংস্থার সদস্য আবদুর রব কোতোয়াল।
চিকন্দী ফুডপার্কের পরিচালক সোহাগ মোল্লার উপস্থাপনায় আরও উপস্থিত ছিলেন, শরীয়তপুর সদর পৌরসভার কাউন্সিলর সাইফুর রহমান রাজ্জাক মোল্লা, ডিবিসি টেলিভিশন শরীয়তপুর জেলা প্রতিনিধি বিএম ইশ্রাফিলসহ শরীয়তপুর সদর ক্রিড়া সংস্থার সদস্যবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, ছাত্র ও ক্রিড়াপ্রেমিকরা।
প্রধান অতিথি কাজী আবু তাহের এ উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়তে খেলাধুলার বিকল্প নেই। মাদক ও নেশামুক্ত সমাজ উপহার দিতে যুবক ছেলেমেয়েদের বিভিন্ন ক্রিড়া ও খেলাধুলায় উদ্বুদ্ধ করতে হবে।
শরীয়তপুর সদর উপজেলায় ১১টি ইউনিয়নের ১৭ বছর বয়সের ছাত্ররা এ ফুটবল খেলায় অংশগ্রহণ করবে। উদ্বোধনী ম্যাচের ৪০ মিনিটের এ খেলায় চিকন্দী ইউনিয়ন ও বিনোদপুর ইউনিয়ন মোকাবেলা করে। এবং বিনোদপুর ১-০ গোলে চিকন্দী ইউনিয়নকে পরাজিত করে খেলায় জয়লাভ করে।