
শরীয়তপুর জেলা উন্নয়ন কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৫ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক কাজী আবু তাহেরের সভাপতিত্বে সভায় অতিরিক্ত জেলা পুলিশ সুপার আল মামুন শিকদার, সিভিল সার্জন ডা. খলিলুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন তালুকদার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহাবুর রহমান শেখ, নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়ন্তী রূপা রায়, ডামুড্যা উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলরুবা শারমিন, গোসাইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর হোসেন, শরীয়তপুর সরকারী গোলাম হায়দার খান মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর রেজাউল করিম, শরীয়তপুর পৌরসভার প্যানেল চেয়ারম্যান-২ হোসেন মোহাম্মদ আলমগীর, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী শাহজাহান মিয়া, সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী তুহিন আল মামুন, জেলা শিক্ষা কর্মকর্তা মো. এমারত হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ, জেলা মৎস্য কর্মকর্তা বিশ^জিৎ বৈরাগী, জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. নূর হোসেন, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক সোহেল পারভেজ, জেলা খাদ্য নিয়ন্ত্রক খন্দকার নূরে আলম সিদ্দিকী, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. সুবোধ কুমার দাস, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক একেএম হোসিয়ার, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক খাদিজাতুন আছমা সহ জেলার সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
২৮ | ২৯ | ৩০ | ৩১ |