Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

শরীয়তপুর পুলিশ সুপারের শারদীয় দুর্গোৎসব পালন উপলক্ষ্যে জেলা পূজা কমিটির মতবিনিময় সভা

শরীয়তপুর পুলিশ সুপারের শারদীয় দুর্গোৎসব পালন উপলক্ষ্যে জেলা পূজা কমিটির মতবিনিময় সভা

 

শরীয়তপুর পুলিশ সুপারের উদ্যোগে শারদীয় দুর্গোৎসব-২০১৯ পালন উপলক্ষ্যে শরীয়তপুর জেলার পূজা উদযাপন কমিটির সমন্বয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১২টায় পুলিশ লাইন সম্মেলন কক্ষে শারদীয় দুর্গোৎসব-২০১৯ পালন উপলক্ষ্যে শরীয়তপুর জেলার পূজা উদযাপন কমিটির সমন্বয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, শরীয়তপুর জেলা পুলিশ সুপার আব্দুল মোমেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) তানভীর হায়দার শাওন, সহকারী পুলিশ সুপার ভেদরগঞ্জ সার্কেল কল্লোল কুমার ঘোষ, গোসাইরহাট সার্কেল মোহাইমিনুল ইসলাম, শরীয়তপুর জেলা আনসার কর্মকর্তা মোঃ মামুন হাওলাদার।
এছাড়া আরও উপস্থিত ছিলেন, শরীয়তপুর জেলা পূজা কমিটির সভাপতি মুকুল চন্দ্র রায়, সাধারণ সম্পাদক মানিক ব্যানার্জী ও জেলা যুগ্ম-সাধারণ সম্পাদক মিহির চক্রবর্তীসহ সকল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা, ডিবি কর্মকর্তা, পুলিশ সুপার কার্যালয়ের কর্মকর্তা ও থানা ভারপ্রাপ্ত তদন্ত কর্মকর্তা এবং সকল উপজেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক প্রমূখ।
সারাদেশের ন্যায় এ বছরও শরীয়তপুর জেলার বিভিন্ন উপজেলার ৯২টি স্থানে পূজা উদযাপিত হবে। ৩২টি গুরুত্বপূর্ণ স্থানে আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা জোড়দারের মধ্য দিয়ে এ বছর পূজা উদযাপিত হবে। এছাড়াও বাকী ৬০টি স্থানেও নিরাপত্তা জোড়দার থাকবে।
এ উপলক্ষ্যে পুলিশ সুপার আব্দুল মোমেন বলেন, আমাদের কেন্দ্রীয় প্রশাসন থেকে নির্দেশনা দেওয়া আছে প্রতিটি থানার অফিসার ইনচার্জগণ ঐ থানার অথবা উপজেলার পূজা কমিটির সভাপতিদের সাথে যোগাযোগ রাখবেন। প্রত্যেক পূজামন্ডপে একজন করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অফিসারসহ পুলিশ থাকবে। প্রত্যেকের সাথে যোগাযোগ রক্ষা করতে হবে। স্বেচ্ছাসেবী কর্মী আইডি কার্ড সম্বলিত থাকবে। প্রত্যেক উপজেলায় সাম্প্রদায়িক সম্প্রীতি কমিটি থাকতে হবে।