
এ্যাডভোকেট আলহাজ্ব সুলতান হোসেন মিয়া স্মৃতি পরিষদের পক্ষ থেকে সড়ক দুর্ঘটনায় আহত পা ভাঙ্গা এক অসহায় রোগী আজিজুল মাদবরকে নগদ অর্থ অনুদান দেওয়া হয়।
বুধবার ২৫ সেপ্টেম্বর দুপুরে শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির সম্মেলন কক্ষে আজিজুল মাদবরের পক্ষে পালং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম উদ্দিনকে নগদ ১২ হাজার টাকার অনুদান তুলে দেন শরীয়তপুর জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও শরীয়তপুর পৌরসভার সাবেক মেয়র আব্দুর রব মুন্সি, সুলতান হোসেন মিয়া স্মৃতি পরিষদের সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাড. জহিরুল ইসলাম, পরিষদের সাধারণ সম্পাদক এ্যাড. জাহাঙ্গীর হোসেন সহ এ্যাড. জাহাঙ্গীর আলম কাশেম, এ্যাড. আজিজুর রহমান রোকন, এ্যাড. এমদাদ হোসেন খান, এ্যাড. রুহুল আমিন প্রমুখ।
জানা যায়, গত ২১ সেপ্টেম্বর বিকেলে পালং মডেল থানার বাবুর্চি শরীয়তপুর পৌরসভাস্থ্য স্বর্নঘোষ গ্রামের আরশেদ আলী মাদবরের ছেলে আজিজুল মাদবর। শরীয়তপুর সদর হাসপাতালের সামনের রাস্তায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন। এতে তার একটি পা ভেঙ্গে যায়। সে বর্তমানে ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |